Gauromati Mango | গৌড়মতি আম
2,420.00৳গৌড়মতি আম (Gauromati Mango), বর্তমান সময়ে বাংলাদেশের একটি জনপ্রিয় আমের জাত। এটি দেশি জাতের আমের মধ্যে সবচাইতে নাবি জাতের আম। আমের জাতটি খুজে পান অধিদপ্তরের কর্মকর্তারা প্রাচীন গৌড় রাজ্যের সোনা মসজিদ এলাকায়। এটি নাবি জাতের আম। ডিম্বাকৃতি এই আমটি আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত সংগ্রহ করা যায়। ধারণা করা হয়, আশ্বিনা এবং ল্যাংড়া জাতের প্রাকৃ তিক পরাগায়ণের মাধ্যমে এই জাতটির সৃষ্টি হয়েছে।


